নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হামিদ রেজা, একজন মাদ্রাসার অধ্যক্ষ স্ত্রী সহ, একজন প্রভাষক, একজন স্বাস্থ্য সহকারী, স্বাস্থ কমপ্লেক্্েরর সেকমো সহ নতুন করে ৯ জন ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। পোরশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহবুব হাসান ৯ জন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১৮ জুলাই তারিখে ২৯ জনের পাঠানো নমুনার মধ্যে সোমবার রাতে ৯ জনের ফলাফল পজেটিভ এসেছে। তিনি আরও জানান, ৯ জন আক্রান্ত হওয়ায় এ উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ জন। ইতোমধ্যে ৩৬ জন সুস্থ্য হয়েছেন এবং একজন মৃত্যু বরন করেছেন। আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। এসময় তিনি উপজেলার সকল জনগণকে সামাজিক দুরত্ব বজায় রেখে, কঠোরভাবে সরকারী স্বাস্থ্যবিধি মেনে ও মুখে মাস্ক পরে বের হওয়ার আহবান জানান।