নীলফামারীর সৈয়দপুর উপজেলায় আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে বন্যা, দূর্যোগক্রান্ত দুঃস্থ, অতিদরিদ্র ব্যক্তি ও পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। উপজেলার ৫ ইউনিয়ন ও ১ পৌরসভায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় মোট ৮৮৬.৫২০ মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে। এ চাল পাবেন যাদের বসতভিটা ছাড়া কোন জমি নেই। যে পরিবার দিন মজুরের উপর নির্ভরশীল। যে পরিবার মহিলা শ্রমিকের আয় বা ভিক্ষাবৃত্তির উপর নির্ভরশীল। যে পরিবারে কোন উপার্জনক্ষম পুরুষ নেই। যে পরিবারে স্কুলগামি শিশুকে কাজ করতে হয়। যার কোন সম্পদ নেই। স্বামী পরিত্যক্তা বা তালাকপ্রাপ্ত। অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার। প্রতিবন্ধী পরিবার। যে পরিবার কোন ক্ষুদ্র লোন প্রাপ্ত হয়নি। যে পরিবার দুবেলা খাবার পায় না। যারা দুর্যোগের শিকার হয়ে খাদ্য সংকটে পড়েছে।
কামারপুকুর ইউনিয়নে ৮ হাজার ৩শ ৬০ কার্ড ধারির বিপরীতে ৮৩.৬০০ মেট্রিকটন, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে ৯ হাজার ৯শ ৯৯ জনের বিপরীতে ৯৯.৯৮০ মেট্রিকটন, বাঙ্গালীপুর ইউনিয়নে ৬ হাজার ৬শ ৪৮ জনের বিপরীতে ৬৬.৪৮০ মেট্রিকটন, বোতলাগাড়ী ইউনিয়নে ১১ হাজার ৯শ ৩৪ জনের বিপরীতে ১১৯.৩৪০ মেট্রিকটন, খাতামধুপুর ইউনিয়নে ৭ হাজার ৩শ ৮৬ জনের বিপরীতে ৭৩.৮৬০ মেট্রিকটন। ৫ ইউনিয়নে মোট বরাদ্দ দেয়া হয়েছে ৪৪৩.২৬০ মেট্রিক টন চাল। অপরপাশে পৌরসভায় ৪৪ হাজার ৩শ ২৬ জনের বিপরীতে ৪৪৩.২৬০ মেট্রিকটন চাল বরাদ্দ করেছে ত্রান মন্ত্রনালয়। ইতোমধ্যে এটি বিতরণ শুরু করা হয়েছে চেয়ারম্যানদের মাঝে। ৯ জুলাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা ভিজিএফ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিম আহমেদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হাসনাত সরকার ও সকল ইউপি চেয়ারম্যান।