বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে সারা দেশে এক কোটি বৃক্ষের চারা রোপনের অংশ হিসেবে পঞ্চগড় সদর উপজেলার জগদল সর্দার পাড়া আশ্রয়ণ কেন্দ্রে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। সোমবার বিকাল সাড়ে ৫ টায় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ মজাহারুল হক প্রধান বৃক্ষের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবদুল হাই, তেঁতুলিয়া বন বিভাগের বিট কর্মকর্তা শহিদুর রহমান, স্থানীয় ইউপি সদস্য আজিজার রহমান প্রমূখ।
বন বিভাগ সূত্র জানায়, এই আশ্রয়ণ কেন্দ্রে ফলজ, বনজ ও ঔষধি ২শত ২৫ টি চারা রোপন করা হয়েছে। এ ছাড়াও জেলার পাঁচ উপজেলায় ২০ হাজার করে চারা রোপনের কর্মসূচি চলমান রয়েছে।