ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার (১৯জুলাই) রাতে তার করোনার রিপোর্ট পজিটিভ এসেছে। করোনা সংক্রমণের শুরু থেকে মেয়র সাইদুল করিম মিন্টু ঝিনাইদহের মানুষের জন্য সকাল থেকে মধ্যেরাত পর্যন্ত পৌর এলাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়িয়েছেন।
করোনা পজেটিভ হওয়ার বিষয়টি মেয়র নিজে তার ফেসবুক পেজে নিশ্চিত করে লিখেছেন আমার করোনা রেজাল্ট পজিটিভ এসেছে। অতএব আবারও বলছি আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না। নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করুন। করোনাভাইরাস পরিস্থিতির শুরু থেকেই আমি আপনাদের মঙ্গলের জন্য কাজ করছি। তারপরও মনে হচ্ছে কিছুই করতে পারলাম না। এখন সাধ্যানুযায়ী ঘরে থেকেও কাজ করে যাওয়ার চেষ্টা করব। সারা দেশের ন্যায় ঝিনাইদহেও আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। প্রতিদিনই নতুন নতুন সংখ্যা যোগ হচ্ছে। করোনা আতঙ্ক নয়, সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার জ্বর ও মাথা ব্যাথা অনুভব করছিলেন। শুক্রবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এর একদিন পর রোববার রাত সাড়ে নয়টার দিকে তার করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন এবং সুস্থ আছেন। পরিবারের পক্ষে সকলের কাছে দোয়া চেয়েছেন।