শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ও শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের উদ্যোগে সকাল সাড়ে ১১ টার যশোর প্রেসক্লাবের সামনে
এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস ও সাধারণ সম্পাদক কৃষ্ণা লাল সরকারের নেতৃত্বে মানববন্ধনে বাংলাদেশ ট্রেড ইউনিয়নসহ আরও তিনটি সংগঠনের অর্ধশতাধিক কর্মহীন শ্রমিক অংশগ্রহণ করেন। শ্রমিকদের আর্থিক নিরাপত্তা দিতে শ্রম আইন বাস্তবায়নে সরকারি উদ্যোগের দাবি জানান নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, করোনার কারণে সবধরণের শ্রমিকদের একটি বড় অংশ কর্মহীন হয়ে পড়েছে। প্রতিদিন অসংখ্য শ্রমিক হারাচ্ছে। আর যারা কাজ করছেন তাদের অর্ধেক বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন।
ইউনিয়ন সংঘের জেলা সভাপতি আশুতোষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক কামরুজ্জামান রাজেস, সাংস্কৃতিক সম্পাদক হিরণ সরকার, বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন যশোর জেলা সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, রং শ্রমিক সংঘের আহ্বায়ক বকুল, পৌরসভা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক কমল বিশ্বাস ও জাতীয় ছাত্রদল যশোর জেলার অন্যতম নেতা মধু মঙ্গল বিশ্বাস প্রমূখ। সমাবেশটি পরিচালনা করেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সম্পাদক কৃষ্ণা সরকার।