নওগাঁর পোরশায় ইসলামি ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার শিশা বাজারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ওই শাখার উদ্বোধন করেন বাংলাদেশ ইসলামি ব্যাংক সাপাহার শাখার ব্যবস্থাপক ও এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মনিরুজ্জামান খান। বিশেষ অতিথি ছিলেন মশিদপুর ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন শাহ। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক সাপাহার শাখার প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট শাখার স্থানীয় পরিচালক নুরনবী। উপস্থিত ছিলেন তিলনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব গোলাম মাওলা ও নিতপুর ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাগর আলী।