মোল্লাহাটে এক কেজি এক’শ গ্রাম গাঁজাসহ মাদক সম্্রাট ডালিম (ডালিম মোল্লা)’কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার চৌকস একটি টিম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৬টার দিকে মোল্লাহাটের দারিয়ালা আশ্রয়ন এলাকা থেকে ওই গাঁজাসহ তাকে আটক করা হয়। ডালিম মোল্লা উপজেলার উত্তরকুলিয়া এলাকার সেকেন্দার মোল্লার ছেলে। সে দীর্ঘদিন মাদক ব্যবসা পরিচালনার মাধ্যমে যুবসমাজকে ধ্বংসের দিকে নিচ্ছে।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ কাজী গোলাম কবীর জানান-১কেজি ১’শ গ্রাম গাঁজাসহ ডালিম’কে আটক করা হয়েছে। সোমবার ২০জুলাই তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু হয়েছে।