সোনালী ব্যাংক লিমিটেড ডুমুরিয়া শাখার উদ্যেগে করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় কৃষি ঋণ (খাদ্যশষ্য ও হর্টিকালচার) খাতে ৪% হার সুদে ঋণ বিতরণ কর্মসূচীর ১২ লক্ষাধিক টাকা ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আয়োজিত ঋণ বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক লিঃ জেনারেল ম্যানেজার্স খুলনা অফিসের ডিজিএম রেজাউল করীম। অনুষ্ঠানে অতিথির বক্তব্যদেন বাংলাদেশ ব্যাংক,খুলনার জেনারেল ম্যানেজার গোবিন্দ লাল গাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ বেগম,বাংলাদেশ ব্যাংক খুলনার জয়েন্ট ডিরেক্টর মাসুম বিল্লাহ,সোনালী ব্যাংক লিঃ খুলনা কার্যালয়ের ডিজিএম ইকবাল কবির,এজিএম হারুন অর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক। সভায় স্বাগত বক্তব্যদেন সোনালী ব্যাংক লিঃ ডুমুরিয়া শাখার প্রিন্সিপ্যাল কর্মকর্তা মৃনাল কান্তি দাস। সভা পরিচালনা করেন সিনিয়র কর্মকর্তা সমর দাস। অনুষ্ঠানে সিএমএসএমই খাতে ৪ লাখ এবং সিএমএসই খাতে ৮লাখ ৩০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।