মাদক মুক্ত দেশ গড়তে আগে পুলিশকে মাদক মুক্ত হবার আহ্বান জানিয়েছে রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
তিনি বলেছেন, 'পুলিশের কোন সদস্য অবৈধভাবে অর্থ উপার্জন করলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। মাদক মুক্ত দেশ গড়তে হলে পুলিশকে আগে মাদক মুক্ত হতে হবে। আমরা নিজেরা পরিশুদ্ধ হলে দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা সফল হবে। আমাদের এ দেশ বিশ্বের দরবারে একটি উন্নত ও মর্যাদা সম্পন্ন মডেল রাষ্ট্রে পরিণত হবে।'
রোববার (১৯ জুলাই) দুপুরে জেলার আট থানার কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসপি বিপ্লব কুমার বলেন, 'জনগনের দোড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বিট পুলিশিংয়ের বিকল্প নাই। প্রত্যেক থানায় বিট পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে। এখন থেকে জনগন পুলিশের কাছে আসবে না। বরং পুলিশ প্রত্যেক জনগণের বাড়ি বাড়ি গিয়ে তাদের সমস্যা সমাধান করে আসবে।মহামারি করোনাভাইরাসে জনগণের সেবা করে পুলিশ যে সুনাম কুড়িয়েছে, এ অর্জনকে কাজে লাগিয়ে পুলিশকে জনগণের পুলিশে পরিণত হতে হবে।'
সভায় আরও উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মারুফ আহমেদ, সহকারী পুলিশ সুপার (এসএএফ) আশরাফুল আলম পলাশ, সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আরমান হোসেন প্রমুখ।
এরআগে সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় সংযুক্ত হয়ে জেলার আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।