ভোগান্তির নাম খুলনার-পাইকগাছা উপজেলার মাহমুদকাটি প্রধান সড়ক।
খুলনার পাইকগাছা উপজেলার মামুদকাটি, বাণিজ্যিক শহর কপিলমুনি বাজারস্থ জনগুরত্বপূর্ণ এ প্রধান সড়কটির চরম ভোগান্তি পথচারীরা। বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবৎ জন ভোগান্তির শেষ নেই এ সড়কটি। যানবাহনগুলি উল্টেপাল্টে গিয়ে দুমড়েমুচড়ে পড়ার মত অবস্থা। অত্যান্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস, পরিবহন, পন্যবাহী ট্রাক, ইজিবাইক, আলমসাধু, নসিমন, করিমন, মোটরসাইকেল। রীতিমতো জ্যামে পড়ে অনেক সময় লোকচলাচল বন্ধ হয়ে পড়ছে। নিদারুণ কষ্ট ও সীমাহীন ভোগান্তির নাম এখন উপজেলার এ সড়কটি। উপজেলার মাহমুদকাটি থেকে কাশিমনগর প্রায় ৩ কিলোমিটার প্রধান সড়কের বেহাল অবস্থা। সরেজমিন গিয়ে দেখাযায়, সীমাহীন দুর্ভোগের শিকার মানুষের করুন অবস্থা। এ যেন দেখার কেউ নেই।
জানাগেছে, প্রায় ৩/৪ মাস যাবৎ জনবহুল এ প্রধান সড়কটি বেহাল অবস্থায় পড়ে আছে। সীমাহীন ভোগান্তি নিয়ে পথ চলছেন পথচারী ও যানবাহন। এ সড়ক দিয়ে ভিআইপিদের যাতায়াতও কম নয়। সম্প্রতি ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত এলাকার বেড়িবাঁধ মেরামতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের প্রতিনিয়তই ভোগান্তির পথ পাড়ি দিয়ে যাতায়াত করতে হয়। সড়কটি সংস্কারের নামে কিছুকিছু জায়গায় পিচের উপর ইটের সলিং বসানো রয়েছে। দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র সড়ক এটি। যা দ্রুত সংস্কারের জন্য মাননীয় এমপি, সহ প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
এ বিষয়ে কপিলমুনি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কওসার আলী জোয়াদ্দার বলেন, বিষয়টি নিয়ে এমপি মহোদয়ের সাথে কথা বলেছি। তিনি সংশ্লিষ্ট দপ্তরে কথা বলেছেন বলে জানান তিনি।