আমরা জীবন সংগ্রামে প্রত্যেক ব্যক্তি বা প্রতিটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে তার পরবর্তী বংশদরদের নিজের অবস্থানের চাইতে ভাল একটা অবস্থান তৈরী করার ব্যস্ত। আমাদের শহরে ইট-পাথরের জীবন কারোই পছন্দ না কিন্তু ভাল স্কুল, কলেজ, ইউনিভাসিটি এবং নিজের থাকা খাওয়া, সন্তানদের পড়াশোনা তদরকি এবং গ্রাম ও শহরের মান বিবেচনায় আমরা এই কষ্ট টুকু করে থাকি।
কিন্তু বর্তমান পেক্ষপট ভিন্ন করোনা ভাইরাসের কারনে স্কুল, কলেজ, ইউনিভাসিটি ব্যবসা প্রতিষ্ঠান লাগাতার বন্ধ তাই আর্থিক সাশ্রয়ের জন্য গ্রামে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়া, বাড়ীভাড়া শহরের জীবন যাপনে লাগামহীন খরচ কমানের জন্যই এই সিদ্ধান্ত। গ্রামে চলে গেলে বাড়ীভাড়া লাগবে না বাজার খরচ ও তেমন প্রয়োজন পড়ে না পুকুরের মাছ ক্ষেত্রের সবজি নিজের না থাকলেও প্রতিবেশীর বা আত্মীয়ের কাছ থেকে চলে যায়। সেখানে শহরে পানি পর্যন্ত কিনে খেতে হয়।
চাকুরীজীবি, ব্যবসায়ী, ডাক্তার ও ইঞ্জিনিয়ার নিজের একটু নিজস্ব আবাসস্থল তৈরীর জন্য ভোগ-বিলাশ, আরাম-আয়েশ সীমিত করে সঞ্চয় করে। সঞ্চয়ের মাধ্যমে প্রথমে কিছু জমি ক্রয় করে পর্যায়ক্রমে নিজের একটি আবাশস্থল তৈরীর স্বপ্ন থেকে ধীরে ধীরে কেহ নিজস্ব সঞ্চয়ে দিয়ে কেহ আবার ব্যাংক লোনের মাধ্যমে বাড়ীর কাজে হাত দেয় প্রথমে নিজের থাকার পরিকল্পনা পরপর্বিতে নিজে থাকার পাশা-পাশি কিন্তু বাড়তি আয়ের উদেশ্য নিয়ে বাড়ীর আকার এবং উচ্চতা বৃদ্ধির কাজে ব্যস্থ হয়ে পরে। কিন্তু সবকিছু ঠিকঠাক চরতে থাকলেও করোনা ভাইরাস বাড়ীওয়ালা ও ভাড়াটিয়া চেয়ে স্বপ্নের সব কিছুতে পানি ঢেলে দেয়। তাই বাড়ী ওয়ালা যেমন অসহায় তেমনি ভাড়া টিয়া। যেখানে থাকা খাওয়ার নিশ্চয়তা নাই সেখানে পরবর্তী বংশধরদের মান উন্নত করার চিন্তা না থাকারই কথা কিন্তু এইভাবে বাড়ী ওয়ালারা বাড়ী খালি। ভাড়াটিয়া চলে গেছে, ব্যাংক ঋণ পরিশোধের চিন্তা বিভিন্ন কর ও ব্যক্তিগত দায় দেনার হিমশিম খাচ্ছে। করোনা ভাইরাসের কোন নির্দিষ্ট সময় নাই যে এই সময়ের মধ্যে করোনা ভাইরাস শেষ হয়ে যাবে বা এখন পর্যন্ত ভ্যাকসিন ও আবিষ্কার হয়নি।
যে ভাড়াটিয়া সে তার অবস্থান থেকে নিজের কষ্ট উপলদ্ধি করে বাড়ী ওয়ালার চিন্তা করেনা তেমনি বাড়ী ওয়ালা তার নিজের স্বচ্ছরতার বিবেচনায় ভাড়াটিয়ার দুঃখের সাথী হওয়ার চিন্তা করেও পরক্ষোনেই তা আবার ভুলে যায়। কিছু বাড়ী ওয়ালা কিছু ছাড় দিলেও তা সীমিত আমাদের উভয়ের অভিভাবক আমাদের সরকার, সরকার তার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে এবং তথ্য উপাত্য বিবেচনায় উভয় পক্ষের চিন্তা ভাবনা করে কি সিদ্ধান্ত গ্রহনে বাড়ী ওয়ালা ও ভাড়াটিয়ার সার্থ সংরক্ষন করা যায় তা বিশেষ বিবেচনায় আনলে বাড়ীওয়ালা ও ভাড়াটিয়ার অভিভাবকত্ব প্রকাশ পাবে।