রৌমারীতে জহুরুল ইসলাম (৫৫) নামের ১ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার বন্দবেড় ইউনিয়নের নলবাড়ি গ্রামের ফাঁকা মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত জহুরুল কাঠ মিস্ত্রির কাজ করতেন। তবে সম্প্রতি তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে রৌমারী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয়রা বলছেন, মাদক ব্যবসার জের ধরে তাকে হত্যা করা হতে পারে।
নিহতের ছেলে রাসেল জানায়, শুক্রবার সন্ধ্যায় আমার বাবা পুড়ারচর গ্রামে আমার বোনের বাড়িতে বেড়াতে যান। রাতে খাওয়া দাওয়া করে নিজবাড়ি টাপুরচরের নলবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে স্থানীয় লোকজন লাশের সন্ধান দিলে আমরা লাশ তুলে আনি। পরে তার দাফন করা হয়।
বন্দবেড় ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বলেন, নিহত জহুরুল রাতে বিয়াই বাড়ি থেকে নিজবাড়ি টাপুরচর নলবাড়ি গ্রামে ফেরার পথে সম্ভবত তার হার্ট এটাক হয় এবং এতে তার মৃত্যু হয়।
রৌমারী থানার ওসি হাসান ইনাম বলেন, নিহত জহুরুলের উচ্চ রক্তচাপ ও মৃগি রোগ ছিল। বিয়াই বাড়ি থেকে ফেরার পথে পানিতে ডুবে তিনি মারা গেছেন। আর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাপনের অনুমতি দেয়া হয়েছে।