বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ রংপুর সদর উপজেলার কমিটি গঠন করা হয়েছে। পার্থ সারথী রায়কে আহবায়ক, সুদীপ্ত রায় প্রিন্স কে যুগ্ম আহ্বায়ক ও নিরঞ্জন মহন্ত লিমন কে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গতকাল দুপুরে পাগলাপীর গোকুলপুরে কমিটি গঠন শেষে বাংলাদেশ ছাত্র -যুব ঐক্য পরিষদের মাসব্যাপি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সুশান্ত ভৌমিক, সিনিয়র সহ-সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা। সভাপতিত্ব করেন প্রহলাদ রায়, সভাপতি বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ রংপুর জেলা। সঞ্চালনা করেন পার্থ সারথি রায়,আহবায়ক বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ রংপুর সদর উপজেলা।
পরবর্তিতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ রংপুর সদর উপজেলা কার্যালয়ে জেলা সভাপতি প্রহলাদ রায় এর সভাপতিত্বে সদর উপজেলার শোভন চন্দ্র রায়কে আহ্বায়ক ও অর্জুন রায়কে সদস্য সচিব করে যুব ঐক্য পরিষদের ১১সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ছাত্র ও যুব উভয় কমিটিকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে। পরবর্তীতে গোকুলপুর সার্বজনিন দুর্গা মন্দির প্রাঙ্গনে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারারোপনের মধ্য দিয়ে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। কর্মসুচির উদ্বোধন করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রংপুর জেলার সিনিয়র সহ সভাপতি সুশান্ত ভৌমিক এবং বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদ রংপুর জেলার সভাপতি প্রহল্লাদ রায়।