প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের আইনজীবী হিসেবে ঘোষণা দিয়ে গেজেট প্রকাশের দাবিতে ঝিনাইদহে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষানবিশ আইনজীবিরা।
রোববার বেলা ১২ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বার কাউন্সিলের সামনে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় শিক্ষানবিশ আইনজীবী পরিষদ জেলা শাখার আহ্বায়ক তপন কুমার মুখার্জী, সদস্য আকরামুল কবির, শিরিন সুলতানা, মনিরা খাতুন, সেলিনা খাতুন, মিতা সাহা, কুলসুম খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।শিক্ষানবিশ আইনজীবিদের এ কর্মসূচীতে একাত্বতা প্রকাশ করেন আইনজীবী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক।
এসময় বক্তারা বলেন, আইনজীবী তালিকাভুক্তকরণ পরীক্ষার প্রিলিমিনারি সম্পন্ন হওয়ার পর বর্তমান করোনাভাইরাস বৈশ্বিক মহামারির কারণে লিখিত পরীক্ষা স্থগিত হয়ে রয়েছে। এ অবস্থায় উত্তীর্ণদের গেজেটের মাধ্যমে সনদ দেওয়ার দাবী জানান তারা।