ঝিনাইদহে দুই মাদক সেবীর ছয় মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার এ দন্ডাদেশ প্রদাণ করেন। পুলিশ জানায়, শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকায় মাদক সেবীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে সেখানে অভিয়ান চালানো হয়।
এসময় মাদক সেবনরত অবস্থায় সাহেব আলী ও শাহিন হোসেন নামের দুইজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ছয় মাস করে কারাদন্ড ও ১০০ টাকা করে জরিমানা করে জেল হাজতে পাঠানো হয়েছে।