ঝিনাইদহের কোটচাঁদপুর শহরে আকাশ ফোম নামের একটি ফোম ফ্যাক্টরী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে গেছে। এ অগ্নিকাণ্ডে কমপক্ষে দেড় কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। রোববার সকাল ৮টায় এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
ফোম ফ্যাক্টরীর কর্মচারী নিরঞ্জন কর্মকার এ প্রতিবেদককে বলেন, তিনি সকাল ৮টার দিকে ফ্যাক্টারীর পাশের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় তিনি হঠাৎ দেখতে পান ফ্যাক্টারীর টিনের চালের উপর থেকে ধোয়া বের হচ্ছে। সাথে সাথে তিনি আশপাশের লোকজন নিয়ে ফ্যাক্টরীর মধ্যে যান। তিনি দেখতে পান ফোমের স্তুুপে আগুন দাও দাও করে জ্বলছে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে কোটচাঁদপুর ও কালিগঞ্জের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় সমস্ত ফ্যাক্টরী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মিরা বলছেন সমগ্র ফ্যাক্টরী জুড়েই ফোম থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সেই সাথে ফ্যাক্টরীর ভীতর কেমিক্যাল সংরক্ষণে থাকায় আগুনের তীব্রতা আরো বৃদ্ধি পায়। যে কারণে উপরের টিনগুলিও আগুনের প্রচ- তাপে গলে পড়ে গেছে।
আকাশ ফোম ফ্যাক্টরীর ম্যানেজান শুকুমার বলেন, এ ফ্যাক্টরীর মালিক শেফালী রানী রায়। তিনি বলেন, আগুনে কমপক্ষে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফ্যাক্টরী ভর্তি তৈরী ফোম ছাড়াও নগদ দেড় লক্ষ টাকা, ৭টি ম্যাশিন, ১টি পিকাপ ভ্যান, ১টি ইজিবাইক, ১টি মটরসাইকেল পুড়ে গেছে।
কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন মাষ্টার আবদুর রাজ্জাক বলেন, আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ এখন বলা ঠিক হবেনা। তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়ে