কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপূত্র নদের পানি সামান্য কমলেও মানুষের দুর্ভোগ কমেনি। প্রথম দফায় ১২দিন এবং পরবর্তীতে দ্বিতীয় দফা বন্যায় টানা এক সপ্তাহ ধরে প্রধান নদীগুলোর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে চরম দুর্ভোগে রয়েছে জেলার সাড়ে ৩ লাখ মানুষ। প্রায় ৫০ হাজার বাড়িঘর বিনষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছে ১০ হাজার জমির ফসলি ক্ষেত। ৩৭ কিলোমিটার সড়কপথ এবং সাড়ে ৩১ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ২২ হাজার নলকুপ ডুবেগেছে। ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নদী ভাঙনে বিলিন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ১৩৯টি বিদ্যালয়। জেলা ত্রাণ ও পূনর্বাস কর্মকর্তা আবদুল হাই সরকার স্বাক্ষরিত ডাটা বিশ্লেষণ করে এসব তথ্য নিশ্চিত হওয়াগেছে। বন্যায় বিভিন্ন জায়গায় আশ্রিতরা রয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে। এ ছাড়া রয়েছে পয়:নিস্কাশন সমস্যা। আছে শিশু ও কিশোরীদের নিরাপত্তা সমস্যা। সরকারিভাবে বরাদ্দ ত্রাণ অপ্রতুল বলে জানিয়েছে বানভাসীরা। এখনো অনেকে ত্রাণ পায়নি বলে অভিযোগ উঠেছে।
এরকম বাস্তবতায় জেলা প্রশাসক রেজাউল করিম বলেন, মাঠ পর্যায়ের চাহিদা মাফিক পর্যাপ্ত ত্রাণ দেয়া হচ্ছে। ঈদের আগে ৪লাখের বেশী মানুষকে ১০কেজি করে ভিজিএফ এর চাল দেয়া হবে। এক কথায় ত্রাণের কোন সংকট নেই। তবে এ কথা সত্য পানিবন্দি সব মানুষের ত্রাণ প্রয়োজন নেই। যারা অবস্থা সম্পন্ন তাদের বাদ দিয়ে সবাইকে সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে। কেউ যেন খাদ্য কষ্টে না পড়ে তার জন্য সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। শনিবার তিনি পুলিশ সুপার মহিবুল ইসলাম খানকে সাথে নিয়ে উলিপুরের দুর্গম ইউনিয়ন সাহেবের আলগা এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।
পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, বন্যাকালীন মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কর্মপরিকল্পনা সাজানো হয়েছে। জেলার ১১ থানার কর্মকর্তা ইনচার্জদের দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। এ ছাড়া রয়েছে মোবাই টহল টিম। কোন ধরনের বে-আইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। মোবাইলে অভিযোগ পেলেও নেয়া হয় তাৎক্ষনিক ব্যবস্থা।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, শনিবার বায়েজিদ(৮), মুন্নি (১৮মাস) ও গ্রাম পুলিশ সদস্য সুরুজ্জামান (৪৫) নামে তিন জন বন্যার পানিতে ডুবে মারাগেছে। চলতি দ্বিতীয় দফার বন্যায় এ নিয়ে ৬জনের মৃত্যু হল। এরমধ্যে শিশু ৪জন। এ ছাড়া প্রথম দফার বন্যায় পানিতে ডুবে আরো ১০ জনের মৃত্যু হয়। এ হিসাবে চলতি বছর বন্যায় পানিতে ডুবে মৃত্যুর সংখ্যা দাড়াল ১৬জনে। দীর্ঘদিন পানিবন্দি থাকায় বানভাসিদের নানা ধরনের রোগ দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ৮৫টি মেডিকেল টিম কাজ করছে।
সরেজমিন ঘুরে দেখা যায়, আশ্রয় কেন্দ্র গুলোর বেহাল অবস্থা। চিলমারী বালিকা উচ্চবিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্রটিতে ৫০টি পরিবার আশ্রয় নিয়েছে। মাথা গোজার ঠাই পেলেওদুর্ভোগের শেষ নেই আশ্রিতদের। খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাবে দুর্বিষহ জীবন যাপন করছেন তারা। আশ্রয়ণ কেন্দ্রটিতে পানি ধারনের জন্য পানির ট্যাংক ও পাম্প থাকলেও তা এখন বিকল। পানির লাইনের সামান্য ত্রুটির কারনেই পাম্পটি দীর্ঘদিন থেকে বিকল। বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে একবুক পানিতে ভিজে যেতে হয় আশ্রিতদের।
রেজিয়া বেগম বলেন, বানের পানিত বাড়ীঘর সউগ ভাসি গেছে, এখানে আসি কোনমতে একনা আশ্রয় নিছি। আশ্রয় নিয়েও অসুবিদের শেষ নেই, ভাল খাবার পানি পাই না,আন্দাবাড়ী করার জন্য যে এহনা পানি পামো তাও মেলে না।
আলপনা বেগম জানায়, স্কুলে আসছি কিন্তুু কেউ এখন পর্যন্ত আমাদের খবর নেয় নাই, কতটা কষ্ট করে আছি হামরা। এখানে পানির ট্যাংকি আছে মটর আছে কিন্তু চলে না, হামরা এক বুক পানি ভাঙ্গি মানষের বাড়ী খাকি পানি আনি খাবার নাইগছি। পানির মটর টা চালু করবের জন্যে স্কুলের পিয়নকে বলছি মেশিনটা ঠিক করার জন্যে সবাইরে কাছে ৫০ টাকা করে চাইছে পিয়ন, হামরা তো খুব বিপদে পরি আছি এখানে হামরা এ্যালা ৫০ টাকা কই পাই।
কোন উপায় না পেয়ে এখানকার আশ্রিতরা বন্যার পানিতে থালাবাসন পরিস্কার করে খাবার খাচ্ছেন। ফলে তাদের ডায়রিয়া, পাতলা পায়খানা সহ নানা রকম পানিবাহিত রোগে আক্রান্ত হবার আশঙ্কা দেখা দিয়েছে।
এ ব্যপারে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডব্লিউ এম রায়হান শাহ বলেন, বিষয়টি আমার জানা ছিল না, আমি প্রধান শিক্ষকের সাথে কথা বলে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতেছি।
চিলমারীতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ৫০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পরেছে। বড়চর, নটার কান্দি, ঢুষমারা, বজরা দিয়ারখাতা, বাতাসু কাঁজল ডাঙ্গা, হাতিয়া বকসি, নাইয়ার চর, দুইশো বিঘা, গয়নার পটল, বড় বাগ, খেদাইমারী, খেরুয়ার চর, শাখাহাতী, মনতোলা, তেলী পাড়া, মাঝ স্থল, গুড়াতি পাড়া, বাসন্তি গ্রাম, মাঝি পাড়া, হাটি থানা, কালিকুরা, সড়কটারী, দক্ষিণ খামার এলাকা প্লাবিত হয়ে বাড়ী ঘরে হাঁটু পরিমাণ পানি ঢুকে পড়ায় এসব এলাকার লোক জন আশ্রায়ন কেন্দ্র, বাঁধের রাস্তা, স্কুল, মাদ্রসাসহ বিভিন্ন উঁচু স্থানে গবাদী পশুসহ আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছে।