শশুর বাড়ি বেড়াতে গিয়ে কুড়িগ্রামের রাজিবপুরের এক যুবকের রহস্যে জনক মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক সুত্রে জানা গেছে,উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ফকির পাড়া গ্রামের আজগার আলীর পুত্র জাহাঙ্গীর এর সাথে বিবাহ হয় জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের উত্তর গোয়ালকান্দা গ্রামের আবদুল গফুরের কন্যা রুমা খাতুনের সঙ্গে। জাহাঙ্গীর ঢাকাতে আরেকটি বিবাহ করে। প্রথম স্ত্রী রুমা তার স্বামীর দ্বিতীয় বিবাহের কথা শুনে তাকে ঢাকা থেকে নিয়ে আসে। গত ১২ জুলাই থেকে তার প্রথম স্ত্রী রুমার সঙ্গে শশুর বাড়িতে বসবাস করতে ছিলেন বলে তার বাবা আজগার জানান। ১৮ জুলাই বিকালে জাহাঙ্গীরের ছোট ভাই ফারুক মিয়া দেখতে পান তার ভাই গুরুতর অসুস্থ হয়ে শুয়ে আছে। কথা বলতে পারছেনা কিন্তু ু ঘরের মধ্যে বিষের গন্ধ পান। পরে ফারুক তার বাবাকে খবর দেয়। বাবা গিয়ে তার অচেতন সন্তানকে নৌকা যোগে রাজিবপুর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তৃব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। এ ব্যাপারে ঢুষমারা থানায় তার বাবা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ মরদেহ পোষ্ট মডেম করার জন্য কুড়িগ্রামে প্রেরন করেছে।