নওগাঁর পোরশা উপজেলার কাদিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসা আলী (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী......রাজিউন)। তিনি কিছুদিন থেকে জন্ডিস সহ নানা রোগে ভুগছিলেন। তিনি শনিবার দিবাগত রাত ৮টা ৫০মিনিটে বড়গুন্দইল নিজ বাস ভবনে তিনি ইন্তেকাল করেন। রোববার বেলা ১১টায় তার নামাজে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে তাকে দাফন করা হয়েছে। মৃতুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন, সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, প্রেস ক্লাব সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।