রংপুরের বদরগঞ্জে র্যাব অভিযান চালিয়ে ‘প্রাণ’ কোম্পানীর স্থানীয় ডিলার মোকছেদুল হকের গোডাউনে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ পণ্য খুঁজে পেয়েছে। এ ঘটনায় ডিলার মোকছেদুলের ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পরে এ বিষয়ে প্রেস বিফ্রিং করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারী পরিচালক আফসানা পারভিন। এ সময় উপস্থিত ছিলেন আরেক সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৩ (সিপিএসসি) কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান। তাকে সহযোগিতা করেন র্যাবের সহকারী পুলিশ সুপার আহসান হাবীবসহ র্যাব সদস্যরা। শনিবার পৌর শহরের বন্ধন কমিউনিটি সেন্টার সংলগ্ন প্রাণ কোম্পানীর ডিলার মোকছেদুল হকের দু’টি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।