রংপুর মেট্রোপলিটন পুলিশ সহকারী পুলিশ কমিশনার (মাহিগঞ্জ জোন) মো: ফারুক আহমেদ এর নেতৃত্বে মো: রেজাউল করিম, অফিসার-ইন-চার্জ হারাগাছ থানা এবং এসআই জ্যোতিষ চন্দ্র বর্মন, এএসআই শরিফজ্জামান, এএসআই আক্কাস, এএসআই আতাউরসহ হারাগাছ থানার একটি চৌকষ দল হারাগাছ থানাধীন জমচওড়া বাজারে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল এবং বহনের কাজে ব্যবহৃত একটি কালো রংয়ের ১৫০ সিসি চঁষংধৎ মোটরসাইল উদ্ধার পূর্বক ০৩ (তিন) মাদক ব্যবসায়ীকে ঘটনাস্থল থেকে হানেনাতে গ্রেফতার করা হয়। জনাব মো: ফারুক আহমেদ (এসি মাহিগঞ্জ জোন) জনান যে, গত ১৭ ই জুলাই জমচওড়া বাজারে অবস্থান কালে লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা এলাকা থেকে মহিপুর ব্রীজ হয়ে ০২ (দুই) জন মাদক ব্যবসায়ী মোটরসাইকেল যোগে ফেন্সিডিল নিয়ে হারাগাছে প্রবেশ করছে; এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে হারাগাছ থানা পুলিশ জমচওড়া বাজারে অবস্থান নেয়।
এসময় আসামি মোঃ আসাদুল ইসলাম (২২), পিতা- মোঃ নজরুল ইসলাম গ্রাম- সিংগীমারী (ডাঙ্গাপাড়া), এবং মোঃ রুমন ইসলাম (২০), পিতা- মোঃ মানিক মিয়া গ্রাম- দক্ষিন গড্ডিমারী, উভয় থানা- হাতিবান্ধা, জেলা লালমনিরহাট দ্বয়কে একটি কালো রংয়ের ১৫০ সিসি মোটরসাইলসহ আটক করে।
আসামীদের দেহ তল্লাশী কালে আসাদুলের শরীরে বিশেষ কায়দায় বডি সেটিং জ্যাকেটে ৩০ (ত্রিশ) বোতল ফেন্সিডিলসহ একটি মোবাইল ফোন এবং রুমন ইসলামের নিকট থেকে ১০ (দশ) বোতল ফেন্সিডিলসহ একটি মোবাইল ফোন উদ্ধার করে। আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার জনৈক মাদক ব্যবসায়ী আনারুল এর নিকট থেকে ফেন্সিডিলগুলো নিয়ে বিক্রয়ের জন্য হারাগাছে আসছিল।
আসামী রুমন ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে জয়পুরহাট কালাই থানায় গাঁজার মামলা আছে। এরপর অপর একটি অভিযানে হারাগাছ পুলিশ জমচওড়া বাজারের কুখ্যাত মাদক ব্যবসায়ী মো: আশিকুর রহমান আশিক’কে ১০ (দশ) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে। এতদসংক্রান্তে হারাগাছ থানায় মাদক আইনে পৃথক ০২ (দুই)টি মামলা রুজু করা হয়েছে।