নীলফামারীর জলঢাকায় মাদকসহ ৬ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৬ জুলাই রাতে বালাগ্রাম ইউনিয়নের সাইডনালা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন, জলঢাকার বগুলাগাড়ীর মাজেদুল ইসলাম সাজু, মাথাভাঙ্গার রোস্তম আলী, মুদিপাড়ার নরেশ চন্দ্র। অপরপাশে কিশোরগঞ্জ উপজেলার দক্ষিণ বড়ভিটার ফারিকুল ইসলাম, শহিদুল ইসলাম এবং উত্তর বড়ভিটা ডাঙ্গাপাড়ার সামসুল হুদা।
পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা,২টি মোটর সাইকেল এবং ৪টি মোবাইল ফোনসহ তাদেও গ্রেফতার করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এদের সবার বিরুদ্ধে জলঢাকা থানায় একাধিক মামলা আছে। ১৭ জুলাই আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।