নীলফামারীর উত্তরা ইপিজেডে নতুন করে আরো ২৩ চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছে। সেই সাথে জেলায় নতুন করে চীনা নাগরিকসহ ৪৫ জনের শরীরে করোনা পজেটিভ। ১৭ জুলাই সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এটি জানান। এর মধ্যে নীলফামারী উত্তরা ইপিজেডের ২৬ জনের মধ্যে ২৩ জন চীনা নাগরিক। এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরী ১৮ জন, কর্ড (বিডি) লিমিটেড ৫ জনসহ ৮জন, নীলফামারী পৌরসভার ৯ জনের মধ্যে কলেজপাড়ায় একই পরিবারের ২ জন, নিউ বাবুপাড়ায় একই পরিবারের ৩ জন, নতুনবাজার কলোনীপাড়ায় ১ জন, বাড়াইপাড়া ১ জন ও ঠিকানা বিহীন ২ নারী।
ডোমার উপজেলার ২ জনের মধ্যে বটতলা এলাকার ১ জন, ছোট রাউতা চাকদাপাড়ায় ১ জন। ডিমলা উপজেলার ৬ জনের মধ্যে সদর ইউনিয়ন ১ জন, নারী স্বাস্থ্যকর্মী ১ জন,সর্দারহাটে ১ জন, খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দরখড়িবাড়ীতে ১ জন, খালিশা চাপানী ইউনিয়নের ছোট খাতায় ১ জন, টেপাখড়িবাড়ি ইউনিয়নের দনিখড়িবাড়িতে ১ জন। সৈয়দপুর উপজেলায় ২জনের মধ্যে শহরের নিয়ামতপুর সরকারপাড়ায় ১ জন ও মিস্ত্রিপাড়ায় ১ জন।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৫শ ৮১ জন। নীলফামারী সদরে ২শ ৬৮জন, জলঢাকা উপজেলায় ৮৯ জন, সৈয়দপুর উপজেলায় ৭৫ জন, ডিমলা উপজেলায় ৬০ জন, ডোমার উপজেলায় ৫১ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৮ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে ফিরে গেছে ৩শ ৯৪। চিকিৎসাধীন ১শ ৫১ জন। মারা যান ২ নারীসহ ৯ জন।