কুমিল্লার নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়ন পরিষদে এলজি এসপি-৩ থেকে ১৫০ জন হতদরিদ্রের মাঝে দু’টি সাবান, ৫টি মাস্ক ও ১ কেজি ব্লিচিং পাউডার বুধবার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিতরণ করা হয়েছে। বিতরণ ট্যাগ কর্মকর্তা ছিলেন ইউ ডি এফ, ইউ জি ডি পি (জাইকা) কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মৌকারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তাহের, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু তাহের (ছোট), সাধারণ সম্পাদক পেয়ার আহম্মদ মেম্বার, ইউপি সচিব রাসেদুল হাছান মোহন, ইউপি সদস্য লোকমান হোসেন, মিজানুর রহমান প্রমুখ।