করোনা পরীক্ষার জন্য ফি আরোপ, উপসর্গহীন ব্যক্তিদের পরীক্ষার সুযোগ বন্ধ করা, নমুনা সংগ্রহের বুথগুলোতে নমুনা গ্রহণের সংখ্যা কমানো ইত্যাদি নানা পন্থায় বাংলাদেশে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষার দৈনিক হার কমিয়ে আনা হয়েছে। অধিকাংশ বিশেষজ্ঞ এর সমালোচনা করেছেন এবং সরকারকে সতর্ক করতে বলেছেন, এভাবে সংক্রমিত ব্যক্তির সংখ্যা কম দেখানোর মাধ্যমে মহামারির প্রকৃত পরিস্থিতি লুকানোর চেষ্টার পরিণতি আরও বড় বিপদ ডেকে আনবে। কারণ, সারা দেশে সংক্রমিত ব্যক্তিদের একটা বড় অংশ উপসর্গহীন বলে শনাক্ত রোগীদের তালিকার বাইরে থেকে গেলে তাঁদের সংস্পর্শে আরও অনেক মানুষ সংক্রমিত হবেন। এভাবে মহামারি আরও ছড়িয়ে একপর্যায়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। বাস্তবে সেই লক্ষণ সুস্পষ্ট হয়ে উঠেছে। এর আগে দেখা গেছে, পরীক্ষার সংখ্যা কম হলে শনাক্ত রোগীর সংখ্যাও কম হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে পরীক্ষার সংখ্যা কমানোর পরও শনাক্ত রোগীর সংখ্যা আগের মতো কমছে না, বরং আরও বেড়ে যাচ্ছে। সাধারণ ছুটি শেষ হওয়ার পর থেকে সংক্রমণ আরও বেড়ে যাওয়া লক্ষ করে সরকার কতগুলো নিয়ন্ত্রণমূলক পদক্ষেপের কথা ঘোষণা করেছিল। ঢাকা ও চট্টগ্রামে অর্ধশতাধিক এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। রেড জোনগুলোর মধ্যে সর্বাধিক সংক্রমিত এলাকাগুলোতে ‘আংশিক লকডাউন’ বাস্তবায়নের কথা বলা হয়েছিল। কিন্তু রাজধানীর পূর্ব রাজাবাজার ও ওয়ারী ছাড়া অন্য রেড জোনগুলোতে লকডাউন বাস্তবায়ন করা হয়নি। সে রকম কোনো উদ্যোগের কথা শোনাও যাচ্ছে না।
এর মধ্যে ঈদুল আজহা এগিয়ে আসছে। কোরবানির পশুর হাটগুলোতে লোকসমাগম নিয়ন্ত্রণের সক্রিয় তৎপরতা নেই। অনলাইনে পশু কেনাবেচার কথা বলা হচ্ছে, কিন্তু সেটা কতটা কার্যকর হচ্ছে, সে ব্যাপারে কোনো তথ্য নেই। জনপরিসরে লোকসমাগম অনেক বেড়ে গেছে। প্রত্যন্ত অঞ্চলগুলোতে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর আসছে; মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিথিলতা বেড়েছে। ঢাকার বাইরে বিভিন্ন বিভাগ ও জেলায় সংক্রমণ বেড়ে যাওয়ার কারণগুলো স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এ পরিস্থিতিতে গত ১৬ জুলাই দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক ভিডিও বার্তায় ঘোষণা করলেন, ঈদুল আজহার সময় গণপরিবহন চালু থাকবে। অথচ ১৪ জুলাই খোদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এই মর্মে এক বিজ্ঞপ্তি দিয়েছিল যে ঈদুল আজহার পাঁচ দিন আগে থেকে ঈদের পর তিন দিন পর্যন্ত মোট ৯ দিন গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। কিন্তু এক দিনের ব্যবধানে এমন কী ঘটল যে সেই সিদ্ধান্ত উল্টে দিয়ে মন্ত্রী বললেন গণপরিবহন চলবে?
স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রমণ রোধের উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেছিল, আসন্ন ঈদের সময় যেন ঢাকাসহ আরও চারটি বেশি সংক্রমিত শহর থেকে লোকজন বাইরে যেতে না পারে তেমন পদক্ষেপ নিতে। কিন্তু সরকার সারা দেশে সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যেই ঈদুল আজহার আগে-পরে কয়েক দিন গণপরিবহন চালু রাখার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তটি নিয়েছে। এখন লোক চলাচল নিয়ন্ত্রণ করা যাবে না। ফলে আরও অনেক মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল। ঈদের আর সপ্তাহ দুয়েক বাকি আছে। সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা সম্ভব। ঈদের আগে-পরে মোট ৯ দিন গণপরিবহন বন্ধ রাখার আগের সিদ্ধান্তটিই পুনর্বিবেচনা করা হোক।