ভারী বর্ষন ও উজান থেকে আসা পাহাড়ী ঢলে দ্বিতীয় ধাপের বন্যায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ধরি গতিতে পানি কমায় উপজেলার ৩ ইউনিয়নের ১০০ গ্রামের ৭০ হাজার মানুষ পানি বন্দি জীবন যাপন করছে। বন্যায় সকল বীজতলা,শাকসবজির বাগান,মাছের পুকুর, কাচাঁ রাস্তা বিধ্বস্ত হয়ে পড়েছে। বন্যার্তদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে।এখনও দূর্গত বন্যা কবলিত মানুষের নিকট ত্রান পৌছেঁনি বলে অভিযোগ করেছেন বন্যার্তরা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আজিজুর রহমান জানান,শনিবার পর্যন্ত বন্যার্তদের মাঝে আরও ২শত ৫০ প্যাকেট শুকনা বরাদ্ধ পাওয়া গেছে,যা মাননীয় প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বন্যার্তদের মাঝে বিতরণ করেছেন। সাথে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো ও ইউএনও নবীরুল ইসলাম।
এদিকে বন্যার্তদের মাঝে প্রয়োজনীয় ত্রাণ দিতে না পেরে সকল ইউপি চেয়ারম্যান হিমশিম খাচ্ছে। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের মারফত জানা গেছে,নদী বিচ্ছিন্ন কোদাল কাটি ইউনিয়নের উত্তর কোদাল কাটি,পাইকানটারী পাড়া,সাজাই,চর সাজাই,পাখিউড়া,কোদালকাটি,কারিগড় পাড়া ,শংকর মাধবপুর ও তেরো রশি পাড়ার সব বাড়িতেই পানি উঠেছে। নলক ূপ গুলো পানিতে তলিয়ে যাওয়ায় ওই গ্রামের বান ভাসি মানুষের মধ্যে দেখা দিয়েছে পানি বাহিত রোগ। বাজার পাড়ার পরিমল(৩৫),চর সাজাই গ্রামের সাহেরা বেওয়া (৭০),মন্ডল পাড়ার জমিলা (৫০)ও উত্তর কোদাল কাটি ডাটিয়ার চর গ্রামের কালুবাবু(৫০) গত ৩দিন যাবত পানি বাহিত রোগে ভ ূগছে। সরকারি কোন মেডিকেল টিম না থাকায় পল্লী চিকিৎসক ধারা চিকিৎসা নিচ্ছে বলে জানা গেছে।
অপর দিকে মোহনগঞ্জ ইউনিয়নের নাওশালা,চড়ইহাটি,বড়বেড় চর, নয়াচর,ফকির পাড়া,মাষ্টার পাড়া,চরনেওয়াজি,হাজিপাড়া,নয়াচর বাজার পাড়া, বল্লবপাড়া ও ভেলামারী গ্রামের সকল বাড়িতে পানি উঠেছে। ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন জানান,তার ইউনিয়নে নাওশালা চরের আশ্রয়ণ কেন্দ্রের ৭৫ পরিবার সহ প্রায় ২০০টি বাড়ি নদী ভাঙ্গার কারণে সরিয়ে নেওয়া হয়েছে।
রাজিবপুর সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল জানান,তার ইউনিয়নের মিয়া পাড়া ও ধুরাউড়ি সংযোগ সড়কটি গত বছর ভেঙ্গে যাওয়ায় লম্বাা পাড়া,গড়াইমারী,কড়াইডাঙ্গী পাড়া,জালচিড়া পাড়ার প্রায় ৫ হাজার মানুষ পানিবন্দি জীবনযাপন করছে। এ ছাড়া বদরপুর, কেচোঁমারীর চর,টাঙ্গালিয়া পাড়া, মদনের চর,মুন্সিপাড়া,মেম্বরপাড়া,আজগর দেওয়ানি পাড়া,করাতি পাড়া,বালিয়ামারী আদর্শ গ্রাম,ব্যাপারি পাড়া, বালিয়ামারী পশ্চিম পাড়া,জালচিড়া পাড়া,মিয়াপাড়া ও বাউলপাড়া গ্রামের মানুষ পানি বন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ওই এলাকার বীজতলা ,শাকসবজি ,পুকুরের মাছ ও পানি বন্দির কারণে পাট কাটতে পারছেনা। অনেক ক্ষেতের পাট পানিতে পচে নষ্ট হচ্ছে বলে জানিয়েছেন।