রংপুরের পীরগঞ্জে জমি আছে ঘর নেই, আশ্রয়ন-২ প্রকল্পের অনিয়ম, দূনীর্তি তদন্ত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীসহ রংপুর জেলা প্রশাসকের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল তদন্ত করেছেন। বিগত ২০১৯ ইং সালের ১৮ মে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউপি চেয়ারম্যানদের সাথে বেঠক শেষে আশ্রয়ন-২ প্রকল্পে এই তদন্ত করেন। জানাগেছে,জমি আছে ঘর নেই প্রকল্পের আওতায় এ বছর পীরগঞ্জ উপজেলায় প্রথম পর্বে ২২৫টি ঘর নির্মাণের বরাদ্দ দেয়া হয়। এতে কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ীর মধ্যপাড়া গ্রামের মৃত শাখাওয়াতের বিধবা স্ত্রী ফাতেমা বেগম ও একই গ্রামের শুকুর উদ্দিনের তালাকপ্রাপ্তা কন্যা মমেনা বেগমের নামে ২টি ঘর বরাদ্দ হয়। সিডিউল মতে ১৭৫ বর্গফুট আয়তনের মুল টিনের ঘরে ১২টি পিলার, বারান্দায় ৫টি এবং ল্যাট্রিনে ৪টিসহ ঘর নির্মাণে ১ লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়। ঘর নির্মাণের দায়িত্বে নিয়োজিত প্রকল্প কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএমএ মমিন প্রকল্প বাস্তবায়নে তাঁর পুর্বের কর্মস্থল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা থেকে ৫৬জন মিস্ত্রি-লেবারকে ঠিকাচুক্তি দেয়। মিস্ত্রি শফিকুল ইসলাম কোন প্রকার ঢালাই ছাড়াই পিলার স্থাপন করে। মেঝেতে ৩ ইঞ্চি ঢালাই দেয়ার কথা থাকলেও দেড় বস্তা সিমেন্ট দিয়ে মাত্র ১ ইঞ্চি ঢালাই দেয়ার সময় স্থানীয় ইউপি সদস্য আহসান হাবিবসহ এলাকাবাসীরা বাঁধা প্রদান করে। ফলে বাকবিতন্ডার একপর্যায়ে পীরগঞ্জ থানার এসআই বুলবুল, এএসআই সোলায়মানসহ ৫ পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়। এতে গ্রামবাসীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠে। এক সময়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় সাংবাদকর্মীরা ঘটনাস্থলে পৌঁছুলে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়। এই অনিয়ম ও দূর্নীতির সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে সরকারের উচ্চ পর্যায়ে বিষয়টি নজরে আস্।ে ফলে ২০১৯ সালের ১৮ মে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম, মনিটরিং কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল, উপসহকারী প্রকৌশলী তমিজ উদ্দিন ও রংপুর জেলা প্রশাসকের প্রতিনিধি এডিসি (রাজস্ব) শরিফ মোহাম্মদ ফয়জুল আলম তদন্ত করেন। এ সময় তদন্ত টিমের সাথে ছিলেন, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা আখতারুজ্জামান, অভিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিন, সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা প্রকৌশলী মজিবর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ কয়েকজন ইউপি চেয়ারম্যান। সরেজমিনে তদন্তে রায়পুর ইউনিয়নের সাতগড়া গ্রামের আশ্রয়ন-২ প্রকল্পের সুবিধাভোগী তারা মিয়া (৬০) ও কাবিলপুর ইউনিয়নের হলদীবাড়ি গ্রামের ফাতেমা বেগম এর নির্মানাধীন ঘর পরিদর্শন করেন। এ সময় সুবিধাভোগী ফাতেমা বেগম তদন্ত টিমকে জানান, ঘরের মেঝেতে মাটি ভরাটসহ ঘরের উপকরণ সমূহ পরিবহন করে নেয়ার পরেও ঘরে নি¤œমানের কাজ করেছে। তদন্ত টিমের প্রধান, প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহারুল আলম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা কাজের গুনগতমান ও অগ্রগতি দেখতে এসেছি। সিডিউল মোতাবেক কাজ হয়েছে কিনা তা আমরা খতিয়ে দেখবো। এ ঘটনার পর দীর্ঘ এক বছর অতিবাহিত হলেও আজও পর্যন্ত তদন্ত রিপোর্ট দেয়া হয়নি। বর্তমানে পুরো বিষয়টি ধামাচাপার প্রক্রীয়া চলছে মর্মে অভিযোগ উঠেছে।