শুক্রবার (১৭ জুলাই) সকালে যশোর শহরের পূর্ব বারান্দিপাড়া এলাকায় আলাউদ্দিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত আলাউদ্দিন শহরতলীর আরবপুর এলাকার শুকুর আলীর ছেলে।
যশোর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ মনিরুজ্জামান জানান, শুক্রবার সকালে পূর্ববারান্দিপাড়া এলাকায় কিছু যুবক আলাউদ্দিনকে ধাওয়া করে। এরপর তাকে মেহগনি বাগানের মধ্যে নিয়ে বুকের দু'পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহত আলাউদ্দিন তার এলাকায় চোর হিসেবে চিহ্নিত। কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে। ধারণা করা হচ্ছে সহযোগীদের হাতেই খুন হয়েছে আলাউদ্দিন। তবে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি।