রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ বাজার এলাকা থেকে ফেসবুকে ভুয়া ফেক আইডি খুলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া রেজওয়ানুল নামে এক প্রতারক কে গ্রেফতার করেছে র্যাব - ১৩। র্যাবের এক পেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র্যাব-১৩ রংপুর এর সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল গত ১৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে মদনখালী ইউনিয়নের মদনখালী গ্রামের আল আমীনের পুত্র রেজওয়ানুল(২১) কে গ্রেফতার করে। অভিযোগ রয়েছে,বর্তমান সংসদ সদস্য ও সচিবের নামে ভূয়া ফেইসবুক আইডি ব্যবহার করে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় রেজওয়ানুল। অনসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত যুবক দীর্ঘদিন ধরে ফেইসবুকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বর্তমান সংসদ সদস্য ও সচিবের নামে ফেইসবুকে ভূয়া অ্যাকাউন্ট খুলে মেসেঞ্জারের মাধ্যমে চাকরী পাইয়ে দেয়ার নামে ,সুবিধে মতো স্থানে বদলীসহ তদবীর করতো। বর্তমান সংসদ সদস্য জনাব সাইফুজ্জামান শিখর, মাগুরা-১ এর নামে ভূয়া ফেইসবুক অ্যাকাউন্ট তৈরী করে দীর্ঘ দিন যাবৎ প্রতারণা করছিলো। মেসেঞ্জারের মাধ্যমে স্থানীয় পর্যায়ের নেতা নেত্রীদের বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেয়া, মামলা থেকে অব্যহতি দেয়া, ত্রাণ সামগ্রীর অনুমোদন পাইয়ে দেয়াসহ বিভিন্ন সুবিধার নিশ্চয়তা দিয়ে মোটা অংকের টাকা দাবি করতো। টাকা পাঠানোর জন্য ডাচ বাংলা ব্যাংকের একটি হিসাব নম্বরও ব্যবহার করতো সে। এমনকি ভূয়া করোনা সনদ প্রদানের অভিযোগে সম্প্রতি গ্রেফতার হওয়া জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান সাবরিনা আরিফ চৌধুরীর সাথেও মেসেঞ্জারে যোগাযোগ করে বর্তমান সংকট থেকে উদ্ধারের বিনিময়ে টাকা দাবি করেছিলো রেজওয়ানুল। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ মাহবুব হোসেনের নামে ফেইসবুকের ভূয়া অ্যাকাউন্ট খুলে দীর্ঘদিন যাবৎ একইভাবে প্রতারণা করে আসছিলো। ওই ফেইসবুক এ্যাকাউন্টের মেসেঞ্জারের মাধ্যমে প্রায় ৪ থেকে ৫’শ শিক্ষক ও শিক্ষা সচিবের বন্ধু-বান্ধবদের সাথে যোগাযোগ করে তার পরিচিত বিভিন্ন ব্যক্তির অসুস্থতা ও অপারেশনে বহু টাকা খরচ হবে ইত্যাদি বলে অনুদান চেয়ে প্রতারণা করেছে। এসব শিক্ষকের মধ্যে বিসিএস শিক্ষা ক্যাডারের সদস্য যেমন রয়েছেন তেমনি বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত সদস্যরাও রয়েছেন। অনুদান পাঠানোর জন্য সে একটি ব্যক্তিগত বিকাশ নম্বর সরবরাহ করতো। তদন্তে দেখা যায়, সরল বিশ্বাসে প্রতারিত শিক্ষকরা তাকে সত্যিকারের শিক্ষা সচিব ভেবে বিকাশের মাধ্যমে লক্ষাধিক টাকা প্রেরণ করেছেন। এছাড়াও সার্টিফিকেট পরিবর্তন করে দেয়া, লোভনীয় জায়গায় পোষ্টিং করে দেয়া, পদোন্নতি দেয়া, পরীক্ষার ফল পরিবর্তন করে দেয়া, পরীক্ষার প্রশ্নœপত্র সরবরাহ করা ইত্যাদির প্রলোভন দেখিয়েও লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সে।