”মুজিব বর্ষের আহবান, লাগাই গাছ বাড়াই বন” এই প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসাবে নওগাঁয় বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সার্কিট হাউজে প্রধান অতিথি হিসাবে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ। এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, এনডিসি শফিকুল ইসলাম, নওগাঁর সহকারী বন সংরক্ষক মেহেদীজ্জামানসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।