যবিপ্রবি'র ল্যাবে ২৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে যবিপ্রবি থেকে এ ফলাফল প্রকাশ করা হয়।
যবিপ্রবি'র এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, ৩জেলার ২৯৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনা পজিটিভ এবং ২০২ জনের করোনা নেগেটিভ ফলাফল এসেছে। এর মধ্যে যশোরের ১৬১ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জন, মাগুরার ৫০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জন, সাতক্ষীরায় ৮৪ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। নমুনা পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।