সারা দেশের ন্যায় খুলনার পাইকগাছায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে ২০ হাজার ৩২৫টি বনজ, ফলজ ও ঔষধী বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বন কর্মকর্তা প্রেমানন্দ রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীতিশ চন্দ্র গোলদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, খাদ্য কর্মকর্তা মনিরুল ইসলাম সিদ্দিকী ফিরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হুসাইন, সমবায় কর্মকর্তা আবদুস সাত্তার, পল্লী উন্নয়ন ও দরিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, উপজেলা সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি, ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, কওসার আলী জোয়াদ্দার ও রিপন কুমার মন্ডল প্রমুখ।