প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে ও রংপুরে জাতীয় সাংবাদিক সোসাইটির নতুন কমিটির আত্মপ্রকাশ জাতীয় সাংবাদিক সোসাইটি ও কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির যৌথ আয়োজনে এবং সামাজিক বন বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুরে মাহিগঞ্জ কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। বৃক্ষরোপন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন মাহিগঞ্জ কলেজ অধ্যক্ষ আক্তারুজ্জামান সাজু।
জাতীয় সাংবাদিক সোসাইটি রংপুরের সভাপতি সুশান্ত ভৌমিকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক এস এম পিয়াল, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক, ফরহাদুজ্জামান ফারুক, অর্থ সম্পাদক নূর হাসান চাঁন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম রফিক, আইন বিষয়ক সম্পাদক মমিনুল ইসলাম রিপন, প্রশিক্ষণ সম্পাদক বাদশাহ ওসমানী, মানবাধিকার সম্পাদক এম মিরু সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক লাবনী ইয়াসমিন, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মেজবাহুল মোকাররবিন হিমেল, কার্যকরি সদস্য আসাদুজ্জামান আফজাল, রণজিৎ দাস, আল-আমিন সুমন প্রমুখ। পরে কলেজ চত্বরে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি জাতের গাছ রোপন করা হয়।