জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার উদ্যেগে সবেক রাষ্ট্রাপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বুধবার রাতে সেন্টাল রোডস্থ জাতীয় পর্টির দলিয় কার্যালয়ে অলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, রংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (বড়ো), রংপুর মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শাহিন হোসেন জাকির, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন কাদেরী শান্তি, জাতীয় স্বেচ্ছাসেবক পাটির আহ্বায়ক মোঃ ফারুখ মন্ডল, রংপুর মহানগর জাতীয় ছাত্র সমাজের সভাপতি ইয়াছির আরাফাত আসিফ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (ছোট), জাতীয় ছাত্র সমাজ কারমাইকেল কলেজ শাখার আহ্বায়ক আরিফ আলী বড়ো, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ আশরাফুল হক জবা, সদস্য সচিব মোঃ আতিকুজ্জামান আসলাম, যুগ্ন আহ্বায়ক মোঃ নুরুল হুদা নাহিদ, আবু সুফিয়ান রিগান, ইঞ্জিনিয়ার আল আমিন সুমন, কাওছার হামিদ, মুহিন সরকার, শরিফুল ইসলাম রাকিব রিংকু, ছামিউল ইসলাম শুভ সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা শেষে পল্লীবন্ধু প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাজী আবদুর রাজ্জাক।