নীলফামারী উত্তরা ইপিজেডের ২৪ জন চীনা নাগরিকসহ জেলায় নতুন করে আরো ৩৮ জন করোনা পজেটিভ। ১৫ জুলাই সিভিল সার্জন রনজিৎ কুমার বর্মন এটি জানান। ঢাকা স্বাস্থ্য বিভাগ ও দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবের রির্পোটে এ তথ্য আসে।
নতুন করে করোনা পজেটিভদের মধ্যে নীলফামারী উত্তরা ইপিজেডের ২৮ জনের মধ্যে ২৪ জন চীনা নাগরিক। ম্যাজেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানীর ১৭ জন চীনা নাগরিকসহ ২০ জন, এভারগ্রীন প্রোডাক্টস ফ্যাক্টরীর ৭ জন চীনা নাগরিক ও ভেনচুরা লেদারওয়ার ম্যানুফ্যাকচারিং এর ১ জন কর্মকর্তা। এছাড়া নীলফামারী পৌর শহরের শাহীপাড়ার ১৫ বছরের ১ কিশোরী, বাবুপাড়ার ১, উকিলের মোড় (কুখাপাড়া) একজন, হাসপাতাল মোড় (ধনীপাড়া সড়ক) একজন, সদর উপজেলার রামনগর ইউনিয়নের বাহালিপাড়া ওয়ার্ড-৩ ১ জন। জলঢাকা উপজেলার কাঁঠালী ইউনিয়নের মধ্য পশ্চিম কাঁঠালী ১ জন, শৌলমারী ইউনিয়নের কাজিপাড়ার ১ জন, সৈয়দপুর উপজেলা শহরের নয়াটলা মন্দির এলাকার ১ জন, পুরাতন বাবুপাড়ার ১ জন ও ডিমলা উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ১ জন।
সূত্র মতে, এ জেলায় পজেটিভ সংখ্যা ৫শ ৩৬ জন। নীলফামারী সদরে ২শ ৩৪জন, জলঢাকা উপজেলায় ৮৯ জন, সৈয়দপুর উপজেলায় ৭৩ জন, ডিমলা উপজেলায় ৫৪ জন, ডোমার উপজেলায় ৪ জন ও কিশোরীগঞ্জ উপজেলায় ৩৮ জন। এর মধ্যে সুস্থ্য হয়ে ফিরে গেছে ৩শ ৮১। ঢাকা ও রংপুরে চিকিৎসাধীন ১৫ জন। মারা গেছেন ২ নারীসহ ৯ জন। বর্তমানে চিকিৎসাধীন ৯৫ জন। উত্তরা ইপিজেডে ৩২ জন চীনা নাগরিকসহ মোট আক্রান্ত ৭১ জন।