বার্তা সংস্থা এফএনএস এর ইবি থানা প্রতিনিধি,সময়ের কাগজের নিজস্ব প্রতিনিধি রাজ্জাক মাহমুদ রাজ এর মায়ের আজ ২০তম মৃত্যু বার্ষিকী। ২০০০ সালের ১৬ জুলাই মরহুমা ছায়েরা বেগম এই তারিখে কুষ্টিয়া সদর হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। মরহুমার বাস ভবন উজানগ্রামে শুক্রবার বাদ জুম্মা কোরানখানি, ও দোয়া আয়োজন করেছেন মরহুমার পরিবারবর্গ। উল্লেখ্য: বাবা মারা যান ২০১৯সালের আগষ্টের ২০ তারিখে। মা-বাবা দুই,জনকে হারিয়েছেন তিনি।