রংপুরের পীরগঞ্জ উপজেলায় জেলা পরিষদের সাথে সড়কের দু ধারের গাছ নিয়ে রশিটানাটানি শুরু হয়েছে। শতাধিক গাছ বিক্রির পর আপাতত গাছ কর্তন বন্ধ রয়েছে। জানা গেছে রংপুর জেলা পরিষদের আওতায় পীরগঞ্জ উপজেলার লালদিঘি হতে রায়পুর ইউনিয়নের চান্দের বাজার পর্যন্ত সড়কের প্রশস্তকরন কাজের জন্য ১০ বছর পুর্বে রোপিত বিভিন্ন জাতের ৭ শতাধিক গাছ নিলামের মাধ্যমে বিক্রি করেন বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান। নিলাম গ্রহীতা গাছগুলো কর্তন শুর ুকরায় বিষয়টি জানাজানি হয়। ফলে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা গাছগুলো জেলা পরিষদের দাবি করে বিভাগীয় বন কর্মকর্তা নিকট ব্যাখ্যা দাবি করেন। এ বিষয়ে বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমানের সাথে মুঠাফোনে কথা হলে তিনি বলেন ১৯৯২ইং সালে তৎকালিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে এলাকার কিছু সুফলভোগী চুক্তিনামা করে গাছগুলো রোপণ করেন। বর্তমানে রাস্তাটি জেলা পরিষদের আওতায় আগামী মাসে সভা করে যার যতটুকু হিস্যা ততটুকু প্রদান করা হবে। গাছগুলো নিলামে ডাক দেয়ার সময় জেলা পরিষদের লোকজন অবহিত ছিল কি না এ বিষয়ে জানতে চাইলে ডি এফ ও কোন সদুত্তর দিতে পারেননি। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা বলেন গাছগুলো যাতে আর একটিও কাটতে না পারে এজন্য বিষয়টি পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে। সরজমিনে দেখা গেছে,ইতিমধ্যে নিলাম গ্রহীতারা শতাধিক গাছ কেটে বিক্রি করেছে।