রাজবাড়ীতে গাঁজা গাছনসহ এক গাঁজা চাষীকে আটক করেছে ফরিদপুর ক্যাম্পের র্যাব সদস্যরা। আটককৃত লালন শেখ(৫৩), সদর উপজেলার আড়মাড়াই গ্রামের মৃত মোন্তাজ শেখের পুত্র।
বুধবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র পুলিশ সুপার দেবাশীষ কর্মকার।
র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে আটককৃত ব্যক্তির বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীর দেখানো মতে তার নিজ ফসলী জমি থেকে ০৫ থেকে ০৭ ফুট উচ্চতার ০৪টি গাঁজা গাছ যার ওজন ০৬ কেজি উদ্ধার করা হয়। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক দ্রব্য গাঁজা গাছ রোপন করিয়া গাঁজা উৎপাদন করতঃ নিজ হেফাজতে রেখে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানা এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে থাকে।
এ ব্যাপারে উদ্ধারকৃত গাঁজা গাছ সহ গ্রেফতারকৃত আসামীকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।