রংপুরের তারাগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ওই যুবক উপজেলার আলমপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আব্দুল হাকিমের পুত্র হাবিউর রহমান।
ওই যুবকের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে নিজ বাড়ির একটি কক্ষের বৈদ্যুতিক তার ছিড়ে গেলে তারটি সংযোগ দিতে যায়। কিন্তু বাড়ির মেইন সুইচ বন্ধ না করায় সে ছেড়া তারের সাথে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে। প্রায় ১ থেকে দেড় ঘন্টা সময় অতিবাহিত হওংয়ার পরও তার কোন সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির লোকজন তাকে খুঁজতে গেলে ঘরের ভিতর বৈদ্যুতিক তারের সাথে জড়ানো অবস্থায় দেখতে পায়। কিন্তু ততক্ষণে হাবিউর মৃত্যুর কোলে ঢলে পড়ে ।
আলমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য বাদশা বিদ্যুতের তারে জড়িয়ে হাবিউরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেটি অনেক ভালো ছিল। তার স্ত্রী এবং ২ ছেলে ও ১ মেয়ের এখন কি হবে একমাত্র উপরওয়ালাই জানে।