‘ছাগল পালনে অর্থ আয়, খাদ্য পুষ্টি সবই যোগায়, এ প্রতিপাদ্য নিয়ে রংপুরের পীরগাছায় ব্লাক বেঙ্গল জাতের ছাগল এক্সিভিশন মেলা বুধবার স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় মেলায় ৩২টি খামারের মালিক কয়েক শতাধিক ছাগল নিয়ে অংশ নেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শামছুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবার। এ সময় বিশেষ অতিথি ছিলেন ইউএনও জেসমীন প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দিুল আজিজ, নির্বাচন কর্মকর্তা শোয়েব আহম্মেদ, মডেল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান প্রধান প্রমুখ। মেলায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা ভেটোনারী সার্জন ডাঃ ফরহাদ নোমান শিমুল, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজার রহমান রেজা, উপজেলা সমাজ সেবা কর্মকতা এনামুল হক। শেষে অন্নদানগরের সরকার ফারুক আহম্মেদকে প্রথম, কৈকুড়ীর স্বপ্না বেগমকে দ্বিতীয় করে ৩ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে এলইডি টিভি প্রদান করা হয়।