রংপুরের পীরগাছায় বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করে দুর্গত এলাকার মানুষের মাঝে শুকনা খাবার ও খিচুরী বিতরন করেছেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। বুধবার দুপুরে তিনি উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদ মাঠে বন্যার্ত ৫শ পরিবারের মাঝে শুকনা খাবার, ২৭০ পরিবারের মাঝে পুষ্টিকর শিশু খাদ্য বিতরন এবং আশ্রয়ণ কেন্দ্রে অবস্থান নেয়া ২২০ জন মানুষের মাঝে খিচুরী বিতরন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মাহবুবার, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, ইউএনও জেসমীন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দিুল আজিজ, সমাজ সেবা কর্মকতা এনামুল হক, নির্বাচন কর্মকর্তা শোয়েব আহম্মেদ, ছাওলা ইউপি চেয়ারম্যান শাহ আবদুল হাকিম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত সোমবার অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বেড়ে উপজেলার ছাওলা ও তাম্বুলপুর ইউনিয়নে তৃতীয় বারের মত বন্যা দেখা দেয়। বিস্তীর্ণ এলাকা পানিবন্দি হয়ে ৪ হাজার পরিবার। এরপর থেকে ইউপি চেয়ারম্যান শাহ আবদুল হাকিমের সার্বিক সহযোগিতায় প্রতিদিন দু’বেলা করে রান্না করা খাবার দেয়া হয় বন্যার্তদের মাঝে।