বুধবার দিবাগত রাতে শৈলকুপা উপজেলার সাহবাজপুর গ্রামের গোলাম কুদ্দুসের ছেলে রানা হোসেন (২২) কর্তৃক তার চাচাত বোন মোঃ সাহিন হোসেনের মেয়ে শিফা খাতুন (৯) ধর্ষনের শিকার হয়েছে। জানা গেছে রাতে চাচাত ভাই রানার সাথে নিজ ঘরে শিশু শিফা খাতুন মোবাইলে সিনেমা দেখছিল সেই সুযোগে একা পেয়ে সে শিফা খাতুন কে জোরপৃর্বক ধর্ষন করে অসুস্থ অবস্থায় ঘরে ফেলে রেখে পালিয়ে যায়। পরে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কা জনক। এ ঘটনায় ধর্ষিতার চাচা বাদি হয়ে শৈলকুপা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নম্বর ১২। এ ব্যাপারে শৈলকুপা থানার কর্মকর্তা ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, আসামি আটক করার জন্য বিভিন্ন জায়গায় অভিযান অভ্যহত রয়েছে।