দ্বিতীয় দফার বন্যায় উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘন্টায় চিলমারী পয়েন্টে বানের পানি বৃদ্ধি পেয়ে উপজেলা শহরের সকল অফিস আদালত,রাজিবপুর হাট-বাজার ও আবাসিক এলাকায় পানি প্রবেশ করে রাস্তা ঘাট ডুবে গেছে। অধিকাংশ ভবনের নিচের তলায় পানি উঠেছে। ফলে উপজেলা পরিষদ ভবনসহ পুরো এলাকা ৩/৫ ফুট পানির নিচে ভাসছে। এ ছাড়া উপজেলা খাদ্য গুদামে পানি প্রবেশ করে ভবনের মেঝেতে পানি ছুঁই ছুঁই করছে। যে কোন র্মুহুতে খাদ্য গুদামে পানি প্রবেশ করতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অপর দিকে রৌমারী ঢাকা মহা সড়কের গাড়োহাড়ী এলাকাসহ বেশ কয়েক জায়গায় ঝুকিতে রয়েছে। এ ছাড়া বালিয়ামারী বর্ডার হাট ৩ থেকে ৫ ফুট পানির নিচে ভাসছে। অপর দিকে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান কোমড় পানি থেকে গলা পানিতে ভাসছে। প্রধান প্রধান সড়ক ছাড়া সকল পাকাণ্ড আধা-পাকা ও কাচাঁ সড়ক পানিতে তলিয়ে যাওয়ার এলাকাবাসী শহরে যেতে পাছেনা। নদী বিচ্ছিন্ন কোদাল কাটি ইউনিয়ন ও মোহনগঞ্জ ইউনিয়নের বড়বেড়, নাওশালা ও চড়াই হাটি চরের শতভাগ বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে বলে ইউপি মেম্বর নুরুল হক নুরু মেম্বর জানিয়েছেন। বাড়ি বাড়ি পানি উঠার কারণে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েেেছ। মেডিক্যাল কোন টিম এখন পর্যন্ত বন্যার্তদের খোঁজ খবর নিচ্ছে না বলে অভিযোগ। চর রাজিবপুর উপজেলা প্রকল্প কর্মকর্তা আজিজুর রহমান জানিয়েছেন, উপজেলার ৩ ইউনিয়নের জন্য বুধবার পর্যন্ত ১৬ মে. টন জিআরের চাল ও নগদ ১লক্ষ ২৫ হাজার টাকা ও ১শত বস্তা শুকনো খাবার বরাদ্ধ পেয়েছেন তা বন্যার্তদের মাঝে বিতরণ চলছে। রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো জানান ,তার উপজেলার ৯৫ ভাগ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। সরকারের পাশাপাশি বৃত্তবান ও বে-সরকারি সংস্থাকে বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য আহবান জানিয়েছেন।