খুলনার পাইকগাছার গড়ইখালী ইউপিতে জেলে কার্ড বিতর্কে এবার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তালিকা প্রস্তুত সহ চাল বিতরণে অনিয়ম, দুর্নীতির অভিযোগে উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ হয়েছে। সোমবার এ অভিযোগটি করেছেন গড়ইখালী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আঃ সাত্তার গাজী ও ইউনিয়ন যুবলীগ সভাপতি তরিকুল ইসলাম সানা। অভিযোগে উল্লেখ করা হয়েছে ইউনিয়নে ১২শত ১টি জেলে কার্র্ডের তালিকা প্রস্তুত ও সর্বশেষ চাল বিতরণে ইউপি চেয়ারম্যান রুহুল আমীন বিশ্বাস ও তাঁর লোকজন ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন। উপকারভোগীদের নামের তালিকায় স্বচ্ছল ব্যক্তি সহ দোতলা পাঁকা বাড়ীর মালিকের নাম, একই ব্যক্তির নাম দু জায়গায়, এমনকি দক্ষিণ কুুমখালীর জীবিত সন্তোষ মন্ডল, প্রফুল্ল্য মন্ডল ও দীনেশ মন্ডলেকে মৃত্যু দেখিয়ে অন্যান্যের নাম অন্তভুক্ত করা হয়েছে। আবার অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া সর্বশেষ ৪-৬ জুলাই পর্যন্ত ৩ দিন ব্যাপি চাল বিতরণের সময় ট্যাগ কর্মকর্তা না থাকায় চাল ওজনে কম দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এসব অভিযোগ সম্পর্কে ইউপি চেয়ারম্যন রুহুল আমীন বিশ্বাস স্াংবাদিকদের জানান,ইউনিয়ন ট্যাগ কর্মকর্তা সহ ৬ জন কর্মকর্তার যাচাই-বাছাই কৃত তালিকা অনুযায়ী চাল বিতরণ করা হয়েছে। এখানে চেয়ারম্যন ও ইউপি সদস্যদের ভুমিকা গৌণ বলে তিনি মন্তব্য করেন।