চাটমোহর থানা পুলিশ মঙ্গলবার সকাল ৬টার দিকে অভিযান চালিয়ে উপজেলার ছাইকোলা ইউনিয়নের কানাইচর গ্রাম থেকে ৩টি গাঁজার গাছসহ এক ব্যক্তিতে আটক করেছে। আটককৃত হলেন,কানাইচর গ্রামের মৃত করম প্রাং-এর ছেলে সুলতান হোসেন (৫০)। পুলিশ জানায়,কানাইচর গ্রামের সুলতান হোসেন নিজ বাড়ির আঙিনায় গাঁর চাষ করছে-এমন সংবাদের ভিত্তিতে এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৩টি গাঁজার গাছ জক্দ করেন। এ সময় আটক করা হয় গাঁজা চাষী সুলতানকে। চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম জানান,এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আটককৃতকে জেলহাজতে পাঠানো হয়েছে।