দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভশনের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার সদরের বাহেরচর কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজের পর এ আয়োজন করা হয়।
মোনাজাতে যমুনা গ্রুপের চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ইদ্রিসুর রহমান। পরে মিষ্টি বিতরণ করা হয়। এ মোনাজাতের আগে যমুনা গ্রুপের চেয়ারম্যানের রুহের মাগফেরাতের জন্য দোয়া চেয়েছেন রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি কামরুল হাসান। এ সময় রাঙ্গাবালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এম সোহেলসহ উপজেলায় কর্মরত সাংবাদিকরা ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে যমুনা গ্রুপের চেয়ারম্যানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে রাঙ্গাবালী প্রেস ক্লাব। এক শোক বার্তায় তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করা হয়।