প্রধানমন্ত্রীর আর্থিক প্রনোদনা থেকে বঞ্চিত শৈলকুপার ভাটইবাজারে অবস্থিত রাবেয়া খাতুন মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের নন এমপিও ২ শিক্ষক।
লিখিত অভিযোগে জানা গেছে, সমপ্রতি করোনা ভাইরাসের কারণে মাননীয় প্রধানমনত্রী সারা দেশে নন এমপিও শিক্ষক ও কর্মচারীদের আর্থিক প্রনোদনা দেওয়ার ঘোষনা দিলে রাবেয়া খাতুন মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদুজ্জামান নাহিদ অত্র বিদ্যলয়ের কৃষি শিক্ষক কামরুন নাহার ও ধর্মিও শিক্ষক সুমি খাতুনের নাম তালিকায় অর্ন্তভুক্ত না করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধম্যে একটি তালিকা পাঠিয়ে দেয়। ফলে তারা প্রধানমন্ত্রীর আর্থিক প্রনোদনা থেকে বঞ্চিত হয় ।এব্যাপারে তালিকা থেকে বাদ পরা শিক্ষক রাবেয়া খাতুন ও কামরুন নাহার জানান, ২০১৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্টিত হওয়ার পর বিদ্যালয়ের পরিচালনা পরিষদ আমাদের নিয়োগ দিয়েছে। অথচ বিদ্যালয়ে সদ্য নিয়োগ প্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের দুই জনের নামবাদ দিয়ে তালিকা পাঠিয়েছে। এর প্রতিকার চেয়ে তারা জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদুজ্জামান নাহিদের সাথে মুঠো ফোনে অনেকবার যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শামীম আহমেদ খান দুই শিক্ষকের দেওয়া লিখিত অভিযোগের কপি পেয়েছেন। কেন তালিকায় তাদের নাম দেওয়া হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান।