কালিগঞ্জে করোনা উপসর্গ নিয়ে রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৩ জুলাই) বিকেল ৪ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। নিহত রফিকুল ইসলাম উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম বেশ কিছুদিন যাবত করোনার উপসর্গ নিয়ে নিজ বাড়িতে স্থানীয় ভাবে চিকিৎসা নিচ্ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার বেলা ১১ টার দিকে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৪ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত কালিগঞ্জ বাস-টার্মিনাল এলাকায় ভাজাসহ বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, রফিকুল ইসলামের দেহে করোনার উপসর্গ ছিল। কিন্তু তিনি তথ্য গোপন করেছিলেন। সোমবার বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তার মৃত্যু হয়। প্রশাসন তার বাড়ি লকডাউন করে দিয়েছে।