রংপুরের তারাগঞ্জে রাস্তায় অতিরিক্ত কাদা হওয়ার পরও জন প্রতিনিধিদের নীরবতার কারণে ধান গাছের চারা রোপন করে নীরব প্রতিবাদ জানিয়েছে স্থানীয় মানুষ। ঘটনাটি ঘটেছে উপজেলার ইকরচালী ইউনিয়নের পশ্চিম কাচনা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের পশ্চিম কাচনা গ্রামের প্রায় ৪ হাজার মানুষের একমাত্র চলাচলের রাস্তা এটি। রাস্তাটি মাঝেরহাট থেকে শাহ্পাড়া পর্যন্ত ২ কি.মি দীর্ঘ। এই ২ কিলোমিটারের মধ্যে গত দুই বছরে মাত্র দুইশত মিটার জায়গায় এইচবিবি করণের কাজ করা হয়েছে।
এলাকাবাসীর দাবী রাস্তাটির যে অংশে বেশি কাঁদা হয় সেই অংশে ইট না বিছিয়ে যে অংশে কাঁদা কম হয় সেই অংশে ইট বিছানোর কাজ করা হয়েছে।
ওয়ার্ডের ইউপি সদস্যকে বিষয়টি অবহিত করা হলেও তিনি এখনও কোন ব্যবস্থা নেননি। তাই ওই এলাকার কয়েকজন জনপ্রতিনিধিদের উপর ক্ষুদ্ধ হয়ে ধান গাছের চারা রোপন করে নীরব প্রতিবাদ জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই এলাকাটি ইকরচালী ইউনিয়ন পরিষদ থেকে মাঝেরহাট হয়ে কাচনা শাহপাড়া পর্যন্ত প্রায় ৩ কি.মি দূরত্ব। এরমধ্যে ইকরচালী থেকে মাঝেরহাট পর্যন্ত রাস্তাটি পাকা হলেও মাঝেরহাট থেকে শাহপাড়া পর্যন্ত কাঁচা রাস্তা। রাস্তাটি পুরোটাই কাদায় ভরপুর। এরমধ্যে কিরনের বাড়ি থেকে শুরু করে পুলেরপাড় নামক স্থান পর্যন্ত দুইশত মিটার জায়গায় দুই দফায় এইচবিবি করণের কাজ করা হয়। কিন্তু কিরণের বাড়ির সামনে এইচবিবির মাথাতেই সবচেয়ে বেশি কাদার কারণে চরম ভোগান্তিতে পড়ছে জনগণ। আর তাই কোন একসময় ওই এলাকার কয়েকজন সেখানে ধান গাছের চারা রোপন করে স্থানীয় জনপ্রতিনিধির বিরুদ্ধে নীরব প্রতিবাদ ব্যক্ত করেন।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য শাহ্ মোঃ আমিনের সাথে কথা বললে তিনি এ ব্যাপারে কিছু বলতে রাজী হননি। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, এইচবিবির কাজটা উপজেলা এলজিইডি অফিসের স্টিমেট অনুযায়ী করা হয়েছে।
উপজেলা প্রকৌশলী আহমেদ হায়দার জামান চৌধুরী বলেন, আমরা তো জানি না ওই রাস্তার কোথায় কাঁদা বেশি আর কোথায় কাঁদা কম। ওই ওয়ার্ডের ইউপি সদস্যের সাথে কথা বলে তার দেয়া তথ্য অনুযায়ী আমরা স্টিমেট তৈরি করে সেই স্টিমেট অনুযায়ী কাজ করেছি।