আশাশুনি উপজেলার তেঁতুলিয়া গ্রামে ছাগল চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তেঁতুলিয়া গ্রামের মৃত একছার গাইনের পুত্র মইনুর গাইন বাদী হয়ে থানায় দাখিলকৃত লিখিত অভিযোগে জানাগেছে, গত ১১ জুলাই বেলা দু’টার দিকে তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশের্^ পানির ফিল্টারের কাছে একটি পিকআপ এসে দাগিড়য়েছিল। যার নং সাতক্ষীরা-ল- ১১- ৭৪১৩। রাস্তার পাশে থাকা বাদীর একটি ৩ বছর বয়সী খয়েরী রঙের ছাগল, যার শিং অনুমান ৬ ইঞ্চি দ্রুত পিকআপে উঠিয়ে নিয়ে যায়। পাশের দোকানদার ও পথচারীরা পিকআপটিকে অপেক্ষা করা, এগিয়ে ও পিছিয়ে যাওয়ার ধরন দেখে সন্দেহ করে এবং স্থানীয় পলাশ সানার পুত্র হামজা সানা ছাগল গাড়িতে উঠানোর সময় প্রতিবাদ করলেও তারা কর্ণপাত না করে দ্রুত চলে যায় বলে অভিযোগ করা হয়েছে।